Surfe.be - Banner advertising service

Thursday, September 26, 2019

ঢা‌বির ‘গ’ ইউনিটে পাস ১৫.৪৯ শতাংশ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকা‌শিত হয়েছে। প্রকাশিত ফলে ১৫.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।
বৃহস্প‌তিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষায় পাস করে ছয় হাজার ৮০২ শিক্ষার্থী। এছাড়া লি‌খিত এবং এমসিকিউ পরীক্ষায় পাস করেন ৪৩৬২ জন।
এবারের পরীক্ষায় ১২৫০ আসনের বিপরীতে ২৯ হাজার ৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। আর পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ১৬৯ জন।
গত ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এ কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হয়।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন বিশ্ব‌বিদ্যালয়ে রে‌জিস্ট্রার এনামুজ্জামান, বা‌ণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো শিবলী রুবায়াতুল ইসলাম এবং ভ‌র্তি কার্যক্র‌মের সা‌থে সং‌শ্লিষ্ট কর্মকর্তারা।
ফল জানবেন যেভাবে
বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফল জানতে পারবেন।
এছাড়া বিজনেস ফ্যাকাল্টির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বিজনেস ফ্যাকাল্টির নোটিশ বোর্ডেও ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment

Surfe.be - passive income