Surfe.be - Banner advertising service

Wednesday, March 11, 2020

করোনাভাইরাস : ট্রেন জীবাণুমুক্ত করছে রোবট

করোনাভাইরাস : ট্রেন জীবাণুমুক্ত করছে রোবট

হংকংয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ পাতাল রেল ব্যবহার করে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই মুহূর্তে সে কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। জানা গেছে, পাতাল রেল থেকে শুরু করে স্টেশন এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রাখা কোয়ারেনটাইন সেন্টারে জীবাণুমুক্ত করার জন্য রোবট 'মোতায়েন' করা হয়েছে।

রোবটগুলো দেখতে অনেকটাই ছোট আকারের ফ্রিজের মতো। সেসবে আবার চাকা লাগানো আছে। ট্রেনের কামরার ভেতরে এবং স্টেশনগুলোতে জীবাণুনাশক ছিঁটিয়ে দেয় এসব রোবট।

জানা গেছে, মানুষ যেসব স্থানে হাত দিয়ে পরিষ্কার করতে পারে না, সেই জায়গায় জীবাণুনাশক ছিঁটিয়ে দিতে পারে। এরকম প্রতি রোবটের দাম এক লাখ ২৯ হাজার ডলার।

No comments:

Post a Comment

Surfe.be - passive income