Surfe.be - Banner advertising service

Sunday, October 6, 2019

যে ১০ দেশে ধর্ষণের হার বেশি

যে ১০ দেশে ধর্ষণের হার বেশি

সারাবিশ্বের ৩৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন। জানা গেছে, ৪০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হওয়ার পরেও এ নিয়ে কথা বলেন না। মাত্র ১০ শতাংশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান। এক গবেষণার ফলাফলে উঠে এসেছে, ২০১৯ সালে কোন দেশে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে।
দক্ষিণ আফ্রিকা
সে দেশে প্রতি লাখে একশ ৩২ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের তথ্যানুসারে, প্রতি চারজনের মধ্যে একজন ধর্ষণ করে সেই কথা স্বীকারও করেন।
বোতসোয়ানা
দক্ষিণ আফ্রিকার দেশ বোতসোয়ানায় দ্বিতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটে। দেশটির প্রতি লাখ নারীর মধ্যে ৯৩ জন ধর্ষণের শিকার হন।
লেসোথো
দক্ষিণ আফ্রিকার আরেক দেশ লেসোথোয় ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানকার এক লাখ নারীর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হন। দেশটির মোট জনসংখ্যা ২১ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
সোয়াজিল্যান্ড
সোয়াজিল্যান্ডে প্রতি এক লাখ নারীর মধ্যে ৭৮ জন ধর্ষণের শিকার হন। দক্ষিণ আফ্রিকার ওই দেশের জনসংখ্যা ১১ লাখ ৪৮ হাজার একশ ৩০ জন। সেই হিসেবে ২০১৯ সালে ওই দেশে ৮৯৫ জন ধর্ষণের শিকার হয়েছেন।
বারমুডা
বারমুডার প্রতি এক লাখের মধ্যে ৬৭ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন। অনেক দেশেই যৌন নিপীড়ন ও সহিংসতারিবোধী আইন থাকলেও নানান অসঙ্গতিতে তা ঠিক মতো প্রয়োগ হয় না।
সুইডেন
ইউরোপের দেশটিতে প্রতি এক লাখের মধ্যে ৬৩ জনেরও বেশি নারী ধর্ষিত হন। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা যৌন নির্যাতনের শিকার হলেও বিশ্বজুড়ে পুরুষরাও প্রতিদিন যৌন হয়রানির শিকার হচ্ছেন।
সুরিনাম
যুক্তরাষ্ট্রের দেশ সরিনামের প্রতি এক লাখ নারীর মধ্যে ৪৫ জন ধর্ষণের শিকার হন। দেশটিতে পাঁচ লাখ ৮১ হাজার দু'শ ৭২ জন মানুষ বসবাস করে। গত বছর দেশটিতে দু'শ ৬২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
কোস্টারিকা
কোস্টারিকার প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩৭ জন ধর্ষণের শিকার হন। গবেষণায় উঠে এসেছে, ১৬ থেকে ১৯ বছর বয়সের নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
নিকারাগুয়া
দেশটির প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩২ জন ধর্ষণের শিকার হন। দেশটির মোট জনসংখ্যা ৬৫ লাখ ৪৫ হাজার পাঁচশ দুই জন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম বলছে, অনেক নারী যৌন সহিংসতার ঘটনা নিয়ে অভিযোগই করেন না।
গ্রেনাডা
ক্যারিবীয় এই দেশটির প্রতি এক লাখ নারীর মধ্যে ৩১ জন ধর্ষণের শিকার হন। দেশটির মোট জনসংখ্যা এক লাখ ১২ হাজার তিনজন। ১৮ থেকে ২৪ বছর বয়সী কলেজ ছাত্রীরাও যৌন নির্যাতনের ঝুঁকিতে থাকেন।
সূত্র : ডিডব্লিউ

No comments:

Post a Comment

Surfe.be - passive income