Surfe.be - Banner advertising service

Tuesday, October 15, 2019

কর্ণফুলীতে তলা ফেটে ডুবেছে খননকাজের জাহাজ

বাল্কহেড। ফাইল ফটো



চট্টগ্রাম:
কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডলফিন জেটির অদূরে খননকাজে নিয়োজিত বাল্কহেড (বালু রাখার জাহাজ) ডুবে গেছে। ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, 'ফারজানা ফারহান আজমির-৫' নামের বাল্কহেডটির সঙ্গে আরেকটি জাহাজের সংঘর্ষ হয়। এসময় জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, একটি বাল্কহেড ডুবে গেছে। ডুবে যাওয়ার স্থানে নিরাপদ জাহাজ চলাচলের জন্য মার্কিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে জোয়ারের সময় জাহাজ আনা-নেওয়া হয়ে থাকে। বিদেশ থেকে পণ্য বা কনটেইনার নিয়ে আসা জাহাজগুলো বহির্নোঙরে অপেক্ষা করে। জেটি খালি হলে নির্দিষ্ট ড্রাফটের জাহাজকে বার্থিংয়ের অনুমতি দেওয়া হয়। 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এআর/টিসি/আরবি/

No comments:

Post a Comment

Surfe.be - passive income