Surfe.be - Banner advertising service

Sunday, October 13, 2019

চলে গেলেন মীনার স্রষ্টা

চলে গেলেন মীনার স্রষ্টা


১১ অক্টোবর মুম্বাইয়ে মারা গেছেন জনপ্রিয় কার্টুন চরিত্র ‘মীনা’র স্রষ্টা রাম মোহন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতভিত্তিক ওয়েবসাইট এনিমেশন এক্সপ্রেস জানায়, ১৯৫৬ সালে ভারতীয় চলচ্চিত্রে কাজ শুরু করেন রাম মোহন। কার্টুনিস্ট হিসেবেই ক্যারিয়ার শুরু তাঁর। তবে ১৯৬৮ সালে চলচ্চিত্র থেকে সরে গিয়ে প্রসাদ প্রডাকশনের এনিমেশন বিভাগের প্রধান হিসেবে চাকরি শুরু করেন। ১৯৭২ সালে রাম মোহন বায়োগ্রাফিকস নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে বিজ্ঞাপন নির্মাণ করতেন তিনি। নব্বইয়ের দশকে মেয়েদের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নেয় ইউনিসেফ। এরই অংশ হিসেবে রাম মোহন তৈরি করেন ‘মীনা’ চরিত্রটি।

No comments:

Post a Comment

Surfe.be - passive income