Surfe.be - Banner advertising service

Tuesday, October 22, 2019

ক্রিকেটাররা খেললে খেলবে, না খেললে নাই : পাপন

ক্রিকেটাররা খেললে খেলবে, না খেললে নাই : পাপন


ক্রিকেটারদের ১১ দফা দাবিতে চলমান ধর্মঘটে ক্ষুব্ধ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। গতকাল সোমবার দুপুরে ১১ দফা দাবি মিডিয়ার সামনে উত্থাপন করেন সাকিব-তামিমরা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনেরও ঘোষণা দেন তারা। এ বিষয়ে আজ জরুরি সভার পর সংবাদ সম্মেলনে এসে প্রছন্ন হুমকি দিয়ে রাখছেন নাজমুল হাসান। ক্রিকেটারদের এই ধর্মঘট নিয়ে তার অবস্থান কঠোর।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, 'বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে। যে ষড়যন্ত্রের কারণেই তারা বিসিবির কাছে দাবিগুলো না তুলে মিডিয়ার কাছে বলেছে। এতে তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। দেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করেছে। দেশের ইমেজ নষ্ট করেছে। খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না। এতে তাদের কী বেনিফিট আমি বুঝি না। দুদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে।'
তিনি আরও বলেন, 'বিসিবিকে আক্রমণ করে, ডাইরেক্টরদের আক্রমণ করে বাইরে পাঠানো, বাইরে পাঠিয়ে বহু চেষ্টা করেছে আইসিসি থেকে স্যাংকশন আটকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জিম্বাবুয়ের মতো আমাদেরও ব্যান করে দাও ৬ মাস, ১ বছর। ওটা যখন পায়নি তখন এটা হলো দ্বিতীয় কৌশল। সেকেন্ড কৌশল চলছে। ইন্ডিয়া ট্যুরে যদি কোনো রকমে না যায় তাহলে আইসিসির কী একটা অ্যাকশন হবে।'

No comments:

Post a Comment

Surfe.be - passive income