Surfe.be - Banner advertising service

Saturday, November 9, 2019

বুলবুল আছড়ে পড়ার আগেই কলকাতায় দুর্ঘটনা, নিহত এক

বুলবুল আছড়ে পড়ার আগেই কলকাতায় দুর্ঘটনা, নিহত এক

রাত ৮টার পর কার্যত বুলবুলের প্রভাব পড়তে শুরু করবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতে আলিপুর আবহাওয়া অফিস। আর ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে কলকাতায় ঝড় বয়ে গেলে কী ঘটতে পারে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে শহরে। 

সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। বন্ধ সমস্ত বাসসহ অন্যান্য পরিষেবা। কিন্তু এরই মধ্যে শহরে ভেঙে পড়ল গাছ। আর এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের সিসিএফসি ক্লাবে। মৃত ব্যক্তির নাম মুহাম্মদ সোহেল। ক্লাবের গেট দিয়ে ঢোকার মুহূর্তেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। 

কিছু বুঝে ওঠার আগেই তার ওপর ভেঙে পড়ে গাছের ডালটি। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।

জানা গেছে, সিসিএফসি ক্লাবে রাঁধুনির কাজ করতেন সোহেল। প্রত্যেকদিনের মতো আজও সোহেল ক্লাবে গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু সেখানে ঢুকতেই যেভাবে তার ওপর গাছ ভেঙে পড়বে তা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি।

No comments:

Post a Comment

Surfe.be - passive income